Ligion Hair Loss Off
Product details
লীজান হেয়ার লস অফ
লীজান হেয়ার লস অফ হারবাল ক্রীম ব্যবহারের সাথে সাথেই চুল পড়া বন্ধ হতে থাকবে। প্রতিবার ব্যবহারের সময় ক্রীমের উপর তেলের মতো জমে থাকা হারবাল নির্যাসগুলি ভাল করে চামচ দিয়ে পুরো ক্রীমে মিশিয়ে নিন।
২ চা—চামচ লীজান হেয়ার লস অফ ক্রীম —এর সাথে ২ চা চামচ পানি দিয়ে পাতলা (তরল) করে নিন। এরপর শুধুমাত্র চুলের গোড়ায় হাত দিয়ে ভাল করে মেখে ৫ মিনিট ম্যাসাজ করুন এবং ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ বার ব্যবহার করুন। লীজান হেয়ার লস অফ ক্রীম ব্যবহারে ২ সপ্তাহেই চুল পড়া নিয়ন্ত্রণ (ঈড়হঃৎড়ষ) হবে। সম্পূর্ণ চুল পড়া বন্ধ করতে সপ্তাহে দুই (২) বার (৩ দিন পরপর) মাসে দশ (১০) বার ব্যবহার করবেন।
১ মাস ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং ২ মাসের মধ্যে মাথায় নতুন চুল গজাতে শুরু করবে। লীজান হেয়ার লস অফ ক্রীম সপ্তাহে ১ বার নিয়মিত ব্যবহার করে যেতে পারেন এতে আপনার চুল সবসময় ভাল, সুন্দর, ঘন এবং নিরাপদ থাকবে।
১০০ ভাগ ফল পেতে ১০০ ভাগ নিয়ম মেনে ব্যবহার করুন।
এটি চুলের গোড়ায় প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করবে। ভাল ফল পেতে ঐ দিনই শ্যাম্পু না করে পরের দিন শ্যাম্পু করবেন। মেয়েদের ক্ষেত্রে শ্যাম্পু করার সময় পেছনের চুল সামনে এনে শ্যাম্পু করবেন না, চুল পেছনে রেখে শ্যাম্পু করবেন এবং ভেজা চুল সাথে সাথে শুকিয়ে ফেলবেন।
উদাহরণ ঃ এন্টি—বায়োটিক ঔষধ যেমন নিয়মিত না খেলে কাজ করে না, ঠিক তেমনই।
লীজান হেয়ার লস অফ পরীক্ষিত পণ্য। আমলা, শিকাকাই, ব্রাহ্মনী, কালোমেঘ, মেহেদী, ভিটামিন—ই, এ্যাকোয়া, অলিভ অয়েল, হারবাল অয়েল, কোকোনাট অয়েলসহ অত্যন্ত দুর্লভ হারবাল উপাদান দিয়ে এটি তৈরি। মাণসম্পন্ন এবং কার্যকরী পণ্য উৎপাদনই লীজান হারবাল —এর অঙ্গীকার।
একটু ধৈর্য্য ধরে নিয়ম অনুযায়ী মাসে ১০ বার ব্যবহার করলে অবশ্যই চুল পড়া বন্ধ হবে।
মাঝ পথে ধৈর্য্য হারা হয়ে ব্যবহার করা বন্ধ করবেন না।
প্রচন্ড রকম ভাবে চুল পড়ে যাচ্ছে এমন ১০০ জন ছেলে—মেয়ের উপরে
পরীক্ষা করা হয়েছে এবং ১০০ জনেরই ১ মাসের মধ্যে চুল পড়া
সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সাথে নতুন চুল গজাতে শুরু করেছে।